
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নৈহাটিতে বড়মা মন্দির চত্বরে একটি ফাঁড়ি তৈরির কথা বলেছিলেন। ঘড়ির কাঁটায় ২৪ ঘণ্টাও পেরোয়নি। বড়মার মন্দির চত্বরে নতুন ফাঁড়ি চালু হয়ে গেল। বুধবার বিকেলে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ওই ফাঁড়ির উদ্বোধন করেছেন।
রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিত হন। চলতি বছর মায়ের ১০১তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ–বিদেশ থেকে বহু ভক্তই প্রতিবছর নৈহাটিতে আসেন। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই মন্দিরে পুজো দিতে আসেন। পুজো দেওয়ার পরে মন্দির চত্বরে দাঁড়িয়ে হ্যান্ড মাইকে তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে বেশ কিছু নির্দেশ দিয়ে যান। দিনে দিনে বড়মার মন্দিরে ভক্তদের ভিড় বাড়ছে। ভক্তদের নিরাপত্তার স্বার্থে মুখ্যমন্ত্রী বড়মার মন্দির চত্বরে একটি ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বড়মার মন্দির চত্বরে নতুন ফাঁড়ি চালু হয়ে গেল। উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। সঙ্গে ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে ও নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়–সহ অন্যান্য বিশিষ্টরা। ছিলেন বড়মা মন্দির পরিচালন কমিটির প্রতিনিধিরাও।
ফাঁড়ি উদ্বোধনের পরে পুলিশ কমিশনার বলেন, ‘বড়মার মন্দির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যতম একটা পরিচিতি। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। পাশাপাশি কাছেই একটি বড় বাজারও রয়েছে। মহিলাদের সুরক্ষার স্বার্থে ও সুস্থ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে ভক্তরা যাতে বড়মার মন্দিরে পুজো দিতে পারেন, তার জন্য মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়ে গিয়েছেন। সেই নির্দেশ মেনে পরের দিনই আমরা বড়মা পুলিশ ফাঁড়ি চালু করতে পেরেছি।’
ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, আপাতত এক জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিক ফাঁড়ির ইনচার্জ পদে থাকবেন। সঙ্গে তিন জন অ্যাসিস্ট্যান্ট সাব–ইন্সপেক্টর থাকবেন। থাকবেন আট জন কনস্টেবল। তাছাড়া বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ারকেও নিয়োগ করা হয়েছে। পরে পরিস্থিতি অনুযায়ী পরিকাঠামগত আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও